Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

 

উপজেলা সমাজসেবা কার্যালয়, দক্ষিণ সুনামগঞ্জ, সুনামগঞ্জ এর সেবা কার্য সমূহের বিবরণ (সিটিজেন চার্টার)ঃ

 

ক্রমিক নং

কার্যক্রম

সেবা

সেবা গ্রহীতা

 সেবা প্রাপ্তির সময়সীমা

সেবা দানকারী কর্তৃপক্ষ

Ø        আর্থ-সামাজিক উন্নয় সেবা (সুদমুক্ত ঋণ)

১।

পল্লী সমাজসেবা কার্যক্রম (আরএসএস)

v  পল্লী এলাকার দরিদ্র জনগনকে সংগঠিত করে উন্নয়নের মূল স্রোতধারায় আনয়ন।

v  ৫০০০-৩০০০০ টাকা পর্যমত্ম ক্ষুদ্রঋণ প্রদান।

v  পুঁজি গঠনের জন্য সঞ্চয় বৃদ্ধি। 

·    পল্লী এলাকার দরিদ্রতম ব্যাক্তি যাদের বার্ষিক পারিবারিক আয় সর্বোচ্চ ২৫ হাজার টাকা পর্যমত্ম।

১ম বার ঋণগ্রহণের জন্য আবেদনের পর ১মাসের মধ্যে

২/৩য় পর্যায়ে ঋণ গ্রহণের জন্য আবেদনের ২০দিনের মধ্যে

উপজেলা সমাজসেবা কার্যালয়

২।

এসিডদগ্ধ ও প্রতিবন্ধীদের  পূনর্বাসন কার্যক্রম

v    ৫০০০-২০০০০ টাকা পর্যমত্ম ক্ষুদ্রঋণ।

·    এসিডদগ্ধ মহিলা ও শারিরীক প্রতিবন্ধী ব্যাক্তি যার বার্ষিক আয় ৬০ হাজার টাকার নীচে। 

১ম বার ঋণগ্রহণের জন্য আবেদনের পর ১মাসের মধ্যে

২/৩য় পর্যায়ে ঋণ গ্রহণের জন্য আবেদনের ২০দিনের মধ্যে

উপজেলা সমাজসেবা কার্যালয়

Ø        সামাজিক নিরাপত্তা সেবা

৩।

বয়স্কভাতা কার্যক্রম

v  সরকার কর্তৃক সামাজিক নিরাপত্তার জন্য নির্ধারিত  হারে বয়স্কভাতা প্রদান। এর জন্য ২০১১-১২ অর্থবছরে বয়স্ক ব্যক্তিদের জন প্রতি মাসিক ৩০০ টাকা হারে ভাতা প্রদান করা হচ্ছে। 

·    উপজেলার ৬৫ বছর বা তদুর্ধ বয়সী হতদরিদ্র মহিলা বা পুরম্নষ যার বার্ষিক গড় আয় অনুর্ধ তিন হাজার টাকা।

·    শারীরিকভাবে অক্ষম, বিপত্নিক, নিঃসমত্মান, তালাকপ্রাপ্তা, স্বামী পরিত্যক্তা, পরিবার থেকে বিচ্ছিন্ন প্রবীণ, ভুৃমহীন বয়স্ক পুরম্নষ ও নারীদের অগ্রাধিকার দেয়া হয় ।

বরাদ্দপ্রাপ্তি স্বাপেক্ষে সর্বোচ্চ তিন মাসের মধ্যে নূতন ভাতাভোগী নির্বাচনসহ ভাতা বিতরণের ব্যবস্থা গ্রহণ।

বরাদ্দপ্রাপ্তি স্বাপেক্ষে প্রতিমাসে ভাতা প্রদান করা। তবে কেউ এককাললীন উত্তোলন করতে চাইলে নির্ধারিত সময়ের শেষে উত্তোলন করবেন

ভাতা গ্রহীতার নমিনী ভাতা ভোগীর মৃত্যুর পূর্বের প্রাপ্ত বকেয়া টাকা এবং মৃত্যুর পর ৩মাস পর্যমত্ম ভাতা উত্তোলন করতে পারবেন। 

উপজেলা সমাজসেবা কার্যালয়

৪।

অসচ্ছল প্রতিবন্ধী ভাতা কার্যক্র্রম

v  সরকার কর্তৃক সামাজিক নিরাপত্তার জন্য নির্ধারিত  হারে অসচ্ছল প্রতিবন্ধী ভাতা প্রদান। এর জন্য ২০১১-১২ অর্থবছরে নির্বাচিত অসচ্ছল প্রতিবন্ধী ব্যক্তিদের জন প্রতি মাসিক ৩০০ টাকা হারে ভাতা প্রদান করা হচ্ছে। 

·    ৬বছরের উর্দ্ধে সকল ধরনের প্রতিবন্ধী ব্যক্তি যিনি বয়স্কভাতা কিংবা সরকার কর্তৃক অন্য কোন ভাতা পান না, যিনি চাকুরীজিবি কিংবা পেনশনভোগী নন।

·    প্রতিবন্ধী ব্যক্তি যাদের বার্ষিক আয় ২৪ হাজার টাকার কম। 

বরাদ্দপ্রাপ্তি স্বাপেক্ষে সর্বোচ্চ তিন মাসের মধ্যে নূতন ভাতাভোগী নির্বাচনসহ ভাতা বিতরণের ব্যবস্থা গ্রহণ।

বরাদ্দপ্রাপ্তি স্বাপেক্ষে প্রতিমাসে ভাতা প্রদান করা। তবে কেউ এককাললীন উত্তোলন করতে চাইলে নির্ধারিত সময়ের শেষে উত্তোলন করবেন

 

উপজেলা সমাজসেবা কার্যালয়

 

বিধবা ও স্বামী পরিত্যক্ত দুঃস্থ মহিলা ভাতা কার্যক্রম

v  সরকার কর্তৃক সামাজিক নিরাপত্তার জন্য নির্ধারিত  হারে বিধবা ও স্বামী পরিত্যক্ত দুঃস্থ মহিলা ভাতা প্রদান। এর জন্য ২০১১-১২ অর্থবছরে বিধবা ও স্বামী পরিত্যক্ত দুঃস্থ মহিলাদের জন প্রতি মাসিক ৩০০ টাকা হারে ভাতা প্রদান করা হচ্ছে। 

·    উপজেলরা হতদরিদ্র বিধবা ও স্বামী পরিত্যক্ত দুঃস্থ মহিলা যার বার্ষিক গড় আয় অনুর্ধ তিন হাজার টাকা।

·    শারীরিকভাবে অক্ষম, নিঃসমত্মান, তালাকপ্রাপ্তা, স্বামী পরিত্যক্তা, পরিবার থেকে বিচ্ছিন্ন প্রবীণ ভুৃমহীন নারীদের অগ্রাধিকার দেয়া হয় ।

বরাদ্দপ্রাপ্তি স্বাপেক্ষে সর্বোচ্চ তিন মাসের মধ্যে নূতন ভাতাভোগী নির্বাচনসহ ভাতা বিতরণের ব্যবস্থা গ্রহণ।

বরাদ্দপ্রাপ্তি স্বাপেক্ষে প্রতিমাসে ভাতা প্রদান করা। তবে কেউ এককাললীন উত্তোলন করতে চাইলে নির্ধারিত সময়ের শেষে উত্তোলন করবেন

ভাতা গ্রহীতার নমিনী ভাতা ভোগীর মৃত্যুর পূর্বের প্রাপ্ত বকেয়া টাকা এবং মৃত্যুর পর ৩মাস পর্যমত্ম ভাতা উত্তোলন করতে পারবেন। 

উপজেলা সমাজসেবা কার্যালয়

৫।

প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপবৃত্তি

v  প্রাথমিক সত্মর (১ম-৫ম শ্রেণী): জনপ্রতি মাসিক ৩০০টাকা।

v  মাধ্যমিক সত্মর (৬ষ্ট-১০ম শ্রেণী): জনপ্রতি মাসিক ৪৫০টাকা।

v  উচ্চ মাধ্যমিক সত্মর (একাদশ-দ্বাদশ শ্রেণী): জনপ্রতি মাসিক ৬০০টাকা।

v  উচ্চতর সত্মর (স্নাতক-স্নাতকোত্তর শ্রেণী): জনপ্রতি ১০০০টাকা।

·    সরকার কর্তৃকঅনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত ৫বছর বয়সের উর্দ্ধে প্রতিবন্ধী ছাত্রছাত্রী। যাদের পারিবারিক আয় ৩৬ হাজার টাকার নীচে।

বরাদ্দ প্রাপ্তি স্বাপেক্ষে সর্বোচ্চ তিন মাসের মধ্যে নতুন উপবৃত্তি গ্রহণকারী নির্বাচনসহ উপবৃত্তি বিতরণ এবং নিয়মিত শিক্ষা কালীন সময়ে।

উপজেলা সমাজসেবা কার্যালয়

৬।

মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা

v  সরকার কর্তৃক নির্ধারিত  হারে ভাতা প্রদান। এর জন্য ২০১১-১২ অর্থবছরে নির্বাচিত প্রত্যেক মুক্তিযোদ্ধ কে মাসিক ২০০০ টাকা হারে ভাতা প্রদান করা হচ্ছে।

·    মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার বিধবা স্ত্রী যার বার্ষিক আয় ২৪ হাজার টাকার উর্দ্ধে নয়।

·    মুক্তিযোদ্ধা বলতে জাতীয়ভাবে প্রকাশিত ৪টি তালিকার কমপক্ষে ২টি তালিকার অমত্মর্ভুক্ত, সশস্র বাহিনী বিভাগ এবং বালাদেশ রাইফেলস হতে প্রাপ্ত মুক্তিযোদ্ধার তালিকায় যাদের নাম অমত্মর্ভু&ক্ত আছে বা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক মুক্তিযোদ্ধা সনদপ্রাপ্ত মুক্তিযোদ্ধা।

বরাদ্দপ্রাপ্তি স্বাপেক্ষে সর্বোচ্চ ছয় মাসের মধ্যে নূতন ভাতাভোগী নির্বাচনসহ ভাতা বিতরণের ব্যবস্থা গ্রহণ।

বরাদ্দপ্রাপ্তি স্বাপেক্ষে প্রতিমাসে ভাতা প্রদান করা। তবে কেউ এককাললীন উত্তোলন করতে চাইলে নির্ধারিত সময়ের শেষে উত্তোলন করবেন

 

উপজেলা সমাজসেবা কার্যালয়

৭।

প্রবেশন ও আফটার কেয়ার কর্মসূচী বাসত্মবায়ন

v  কারাবন্দী ব্যক্তিদের শিক্ষা ও বৃত্তিমূলক প্রশিক্ষণ প্রদান।

v  টাস্কফোর্স কমিটির সহায়তায় কারাগারে বন্দি শিশু কিশোরদের মুক্ত করে কিশোর/কিশোরী উন্নয়ন কেন্দ্রে স্থানামত্মর।

v  সাজাপ্রাপ্ত শিশুদের কারাগারে না রেখে কিশোর/কিশোরী উন্নয়ন কেন্দ্রে প্রবেশন অফিসারের তত্ত্বাবধানে কাউন্সেলিং এর মাধ্যমে শিশুর মানসিকতার উন্নয়ন ও সংশোধন।

v   মাননীয় আদালতের নির্দেশে ১ম ও লঘূ অপরাধে দন্ডপ্রাপ্ত ব্যক্তিদের শাসিত্ম প্রদান স্থগিত রেখে প্রবেশন অফিসারের তত্ত্বাবধানে পারিবারিক/ সামাজিক পরিবেশে রেখে সংশোধন ও আত্মশুদ্ধির ব্যব্স্থা করা। 

·    আইনের সংস্পর্শে আসা শিশু/কিশোর।

·    সংশিস্নষ্ট আদালত কর্তৃক সাজাপ্রাপ্ত প্রবেশনার/ব্যক্তি

·    মৃত্যুদন্ড, যাবজ্জীবন কারাদন্ড, রাস্ট্রদ্রোহীতা, বিস্ফোরক দ্রব্য আইন, অস্ত্র আইন ও মাদক সংশিস্নষ্ট আইনে নারী ব্যাতিত ১বছরের অধিক যে কোন মেয়াদের কারাদন্ড প্রাপ্ত কোন নারী যিনি রেয়াতসহ শতকরা ৫০ভাগ কারাদন্ড ভোগ করেছেন।

বিজ্ঞ আদালত কর্তৃক নির্ধারিত সময়সীমা/ প্রদত্ত আদেশ ।

পূনর্বাসনের বিষয়ে অপরাধী সংশোধন ও পূনর্বাসন সমিতির অনুমোদন প্রাপ্তির ২০ কর্মদিবসের মধ্যে।

উপজেলা সমাজসেবা কার্যালয় ।

 

৮।

স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থা সমূহ  নিবন্ধন ও তত্ত্বাবধান

v  স্বেচ্ছাসেবী সমাজকল্যাণমূলক সংগঠনের নামকরণের ছাড়পত্র প্রদান।

v  ১৯৬১ সালের স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থাসমূহ (নিবন্ধন ও নিয়ন্ত্রন) অধ্যাদেশের ২(চ) ধারায় বর্ণিত সেবামূলক কার্যক্রমে আগ্রহী সংস্থা /প্রতিষ্ঠান/সংগঠন/বেসরকারী এতিমখানা/ক্লাব নিবন্ধন।  

·    স্বেচ্ছাসেবী সমাজকল্যাণমূলক কার্যক্রমে আগ্রহী সংগঠন, প্রতিষ্ঠান, বেসরকারী এতিমখানা, ক্লাব, সংস্থা, সমিতি ইত্যাদি।  

নিবন্ধন- প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন প্রাপ্তির পর ২০ কর্ম দিবস।

 

উপজেলা সমাজসেবা কার্যালয় ।

 

৯।

বেসরকারী এতিমখানায় ক্যাপিটেশন গ্র্যান্ট প্রদান

v  অনুর্ধ ১৮বছর বয়স পর্যমত্ম এতিম শিশুদের প্রতিপালন।

v  পারিবরিক পরিবেশে স্নেহ ভালবাসা ও আদর যত্নের সাথে এতিম শিশুদের লালন-পালন

v  শিক্ষা ও বৃত্তিমূলক প্রশিক্ষণ প্রদান।  

বেসরকারী এতিমখানার ৫-৯ বছর বয়সী এতিম   শিশুর শতকরা ৫০ ভাগ শিশু।

বেসরকারী এতিমখানা কর্তৃক ক্যাপিটেশন গ্র্যান্টের আবেদন প্রাপ্তির ৭মাস পর।

সংশিস্নষ্ট উপজেলা সমাজসেবা কার্যালয়।

 

 

 

উপজেলা সমাজসেবা অফিসার

দÿÿণ সুনামগঞ্জ, সুনামগঞ্জ।